হালদা নদী থেকে আরো একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী অংশের রামদাশ হাট এলাকা থেকে মাছটি উদ্ধার করেন নদীর পাহারাদার মো. রোসাঙ্গীর আলম। তিনি মাছটি পানি থেকে উঠিয়ে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানালে তিনি এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মাটি চাপা দেন।
প্রায় ২৮ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স ছিল ৫–৬ বছর। জানা যায়, মাছটির মাথার একপাশের হাড় প্রায় ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে ধারালো কোনো কিছুর আঘাতের কারণে এই মাছ মারা গেছে। পঁচন ধরায় মাছটি মাটিচাপা দেয়া হয়েছে। উল্লেখ্য গত বুধবারও ২০ কেজি ওজনের একটি মরা মাছ নদী থেকে উদ্ধার করা হয়েছিল।
 
        
