হালদা নদীর হাটহাজারী উপজেলার আকবরিয়া থেকে একটি মরা ডলফিনের উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নৌ পুলিশ, হাটহাজারী উপজেলা প্রশাসন এবং আইডিএফ হালদা নদী থেকে ডলফিনটির মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, উদ্ধার করা ডলফিনের দেহটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ডলফিনটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটিকে রাম দাস মুন্সির হাট এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম এবং নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুলের উপস্থিতিতে স্থানীয়ভাবে মাটিচাপা দেওয়া হয়।