‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাটের হালদা চত্বরে আইডিএফ ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে গতকাল বুধবার উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এতে প্রধান অতিথি ছিলেন ইউ পি চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার। তিনি বলেন, হালদা নদীতে মা মাছ রক্ষাকরণ ও নদী দূষণ নিয়ন্ত্রনের জন্য সকলকে সচেতন হতে হবে এবং অমান্যকারীদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে আইডিএফ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান হালদা পাড়ের জনগণকে হালদা নদীর বিশুদ্ধ রেণু পোনার বাজারজাতকরণ এবং নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে আরো সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহবান জানান। উল্লেখ্য , উক্ত অনুষ্ঠানটি দেশব্যাপী মাইকিং, র্যালি, পোনা অবমুক্তকরণ, ব্যানার ফেস্টুনে প্রচারণা, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও জেলেদের সাথে মতবিনিময় সভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ২৩-২৯ জুলাই ৭ দিনব্যাপী একযোগে পালিত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন আইডিএফ এ জোনাল ম্যানেজার মুহাম্মদ শাহ আলম। তিনি হালদা নদীর প্রজননক্ষেত্র উন্নয়নে আইডিএফ এর বিভিন্ন কর্মসূিচ সকলের মাঝে তুলে ধরেন এবং হালদা নদী রক্ষায় সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিএফ প্রশাসনিক কর্মকর্তা আবু নাছের সিদ্দিক কিরন, প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আন-নূর, মো. তরিকুল ইসলাম, মো. ফয়েজ রাব্বানী, আব্দুল হাকিম প্রমুখ।