হালদা ও কর্ণফুলী নদী সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাপ্তাই উপজেলায় গত বুধবার কিন্নরি মিলনায়তনে উদ্বুদ্ধকরণ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ। শুরুতে হালদা ও কর্ণফুলী নদী সুরক্ষায় করনীয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ–সভাপতি রহমত উল্ল্যাহ এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। মতামত উপস্থাপন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এনামুল হক হাজারী, কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. হারুনর রশীদ, হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
প্রধান অতিথি বলেন, হালদা নদী মৎস্য প্রজননের অন্যতম প্রাকৃতিক জলাধার।
পরিবেশ ও প্রতিবেশের জন্য এই নদী আমাদের উপকারি বন্ধু। একইভাবে কর্ণফুলী নদীও আমাদের অন্যতম সম্পদ। কিন্তু বিভিন্নভাবে মানুষ হালদা এবং কর্ণফুলী নদীকে অনবরত দুষণ করে চলছে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের পোনা ধংস করছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী প্রজন্ম চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে হালদা এবং কর্ণফুলীসহ সকল নদ নদীকে সুরক্ষিত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।












