হালদা আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনজনকে অর্থদণ্ড

মো. হাবিবুর রহমান, রাউজান | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ১০:৫১ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনজনকে ৯ হাজার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার,(০৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ০৭ টায় রাউজান উপজেলা মৎস্য দপ্তর ও হালদার অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সমন্বিত উদ্যোগে অভিযান চালিয়ে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে প্রায় ৩ হাজার মিটার চরঘেরা জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন এর প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা। দণ্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোহরা এলাকার ধনঞ্জয় দাসের ছেলে প্রভাস দাস, বোয়ালখালির পশ্চিম কদুরখিলর নির্মল দাসের ছেলে রাজু দাস ও বোয়ালখালির পশ্চিম কদুরখিলের অশ্বিনী দাসের ছেলে রঞ্জিত দাস।

রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন দৈনিক আজাদীকে বলেন, হালদা নদীর মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর অর্থদণ্ড প্রদান করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকার জাল আগুনে বিনষ্ট করা হয়। দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে প্রাণ গেল বাবার
পরবর্তী নিবন্ধবায়ে‌জিদে দুই মাদক কারবা‌রি আটক