প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নৌ পুলিশ গত সোমবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে। নদীর মোহনা, ছায়ারচর, কচুখাইন প্রভৃতি এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের হাটহাজারী ক্যাম্পের এএসআই মো. ওমর ফারুক জানান, নদীর মোহনা ছায়ারচর ও কচুখাইন এলাকায় পরিচালিত অভিযানে ৯ হাজার মিটার দাবিদার বিহীন চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।