হালদায় ৪৫ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে গতকাল সোমবার যৌথ অভিযান পরিচালনা করে ৪৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সদরঘাট নৌ থানা ও রামদাসমুন্সিরহাট নৌ পুলিশের ক্যাম্প এই অভিযান পরিচালনা করেন। হালদার মোহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশের পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে হালদায় মা মাছের নিরাপত্তা ও নির্বিঘ্নে ডিম ছাড়া নিশ্চিতকল্পে এ অভিযানে এযাবৎকালের রেকর্ড পরিমাণ জাল উদ্ধার হয় হালদা নদী থেকে।

সূত্র জানায়, পরিকল্পনামাফিক ভাটা শেষে ভরা জোয়ার শুরুর প্রাক্বালে অভিযান পরিচালনা করায় অবৈধ জাল উদ্ধারে এ সফলতা লাভ করা সম্ভব হয়েছে। আগামী অমাবস্যায় মা মাছের ডিম ছাড়াকে কেন্দ্র করে হালদা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে নৌ পুলিশ সূত্র গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধবড়পোলে মোটর সাইকেলকে চাপা দিল কাভার্ডভ্যান
পরবর্তী নিবন্ধচবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন