প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান পরিচালনা করে রাউজানের নোয়াবাড়ী ও হাটহাজারীর আমতুয়া অংশ হতে ৩ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে নৌ ক্যাম্পের এসআই আশরাফ এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, হালদা নৌ ক্যাম্পের এসআই আশরাফ ও সঙ্গীয় ফোর্স নিয়ে আজ মঙ্গলবার ভোরে হালদা নদীর রাউজানের নোয়াবাড়ী ও হাটহাজারীর আমতুয়া অংশ হতে তিনটি চরঘেরা জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের পরিমাণ ৩ হাজার মিটার।
হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ টহল দিয়ে থাকে।
এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এসআই আশরাফ।