হালদায় ১৮ হাজার মিটার জাল জব্দ

নৌ পুলিশের ফের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ৯:৩৯ অপরাহ্ণ

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নৌ পুলিশ আজ বৃহস্পতিবার(৩ মার্চ) অভিযান পরিচালনা করেছে।

সকাল থেকে দিনব্যাপী এ অভিযানে ১৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

সামনে মা মাছের প্রজনন মৌসুম শুরু হবে। মা মাছ ডিম ছাড়ার জন্য ইতিমধ্যে হালদা নদীতে আসতে শুরু করেছে। মাছের আনাগোনা শুরুর এই সময় লোভী মৎস্য শিকারীরা চুরি করে মাছ শিকার করার জন্য নদীতে প্রতিনিয়ত জাল বসাচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে এজন্য নদীতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে হালদা নদীর মোহনা ও আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল বুধবার ও হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছিল।

নৌ পুলিশের এসপি গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হালদা নদীর মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নৌ পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।”

অভিযানের খবর জানতে পেরে মাছ শিকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরেলের তেল চুরিসহ অনিয়মের সত্যতা পেয়েছে দুদক
পরবর্তী নিবন্ধপেকুয়ায় আরো একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান