হালদায় ১০ হাজার রেণু জব্দের পর অবমুক্ত

হাটহাজারী ও রাউজান প্রতিনিধি | সোমবার , ৯ মে, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে আহরণ করা ১০ হাজার রেণু জব্দ করা হয়। এছাড়া কয়েকটি ঠেলা জাল ও নৌকা ধ্বংস করা হয়েছে। জব্দ করা রেণুগুলো পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হালদা নদী ও তদসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোমিনূল ইসলাম ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, অভিযানের সময় কচুখাইন এলাকায় অবৈধভাবে মাছের রেণু ধরার সময় কয়েকটি ঠেলা জাল, পরিত্যক্ত নৌকা ও আনুমানিক ১০ হাজার রেণু জব্দ করা হয়। পরে রেণুগুলো দ্রুত হালদা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দ করা জাল, নৌকা ধ্বংস করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজিয়ার নামে চট্টগ্রামে কোনো জাদুঘর থাকতে পারে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনাকালীন যুব রেড ক্রিসেন্টের ভূমিকা অবিস্মরণীয়