এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে নৌকায় মাছ শিকারীরা অভিযানের বিষয় অবহিত হয়ে আগে ভাগে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার বিকালে নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম জানান, অভিযান পরিচালনাকারীদল উড়কিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা জব্দ করেন। অভিযানের সংবাদ অবহিত হয়ে নৌকার মালিক তথা অবৈধ মৎস্য শিকারীর দল পালিয়ে যায়। মাছ শিকারের জন্য রাখা নৌকাটি ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে বিগত ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার গড়দুয়ারা ও উত্তর মাদার্শার বিভিন্ন স্থান থেকে ৫টি বড় ঘেরা জাল উদ্ধার করা হয়। জাল ৫টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার। স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফের সহযোগিতায় গ্রাম পুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।