হালদায় ভেসে উঠল ৪৬ কেজি ওজনের মৃত ডলফিন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে প্রায় ৪৬ কেজি ওজনের ১টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়িঘোনা এলাকার হালদা নদীর অংশ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুর একটার দিকে উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়িঘোনা এলাকার হালদা নদীতে জোয়ারের পানিতে মদুনা ঘাটের দিক থেকে মৃত একটি ডলফিন ভেসে আসে। পরে স্থানীয়রা সংশ্লিষ্টদের বিষয়টি জানালে হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর ও হালদা নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করেন।

মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট করে দেখা যায়, এটির দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ফিট। এর ওজন প্রায় ৪৬ কেজি এবং বয়স আনুমানিক ১৩১৬ বছর। সপ্তাহখানেক পূর্বে এটি মারা গিয়ে থাকতে পারে। এটির শরীরে পচন ধরা ছিলো, তবে শরীরের কোথাও বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাথার পাশে এবং পেটের দিকে সামান্য ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হালদা নদীর মারাত্মক দূষণ, নদীতে ইঞ্জিতচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে ডলফিন/শুশুকের মৃত্যুর পরিমাণ বাড়ছে, যা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাস-বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১