প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মরে ভেসে উঠেছে ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ। গতকাল সকাল ১০টার দিকে নদীর আজিমেরঘাট এলাকা থেকে মৃত মাছটি তুলে নেয় হালদা পাড়ের নৌ পুলিশের সদস্যরা।
৩ দশমিক ৫ ফুট লম্বা মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানান নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক।