প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মরে ভেসে উঠেছে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মৃগেল মাছ। জোয়ারের পানিতে ভেসে আসা মাছটি উদ্বার করা হয়েছে নদীর মাদার্শা এলাকার শাহ মাদারী হ্যাচারি এলাকা থেকে। ৪২ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি ব্যাসের পঁচন ধরা এই মাছ উদ্ধার করেছেন হালদার নৌ পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক রমজান আলী।
পুলিশের এই কর্মকর্তা জানান, নদীতে টহল দেয়ার সময় সকালে মাছটি নদীতে ভাসতে দেখেন। এটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে গেলে পঁচনধরা মাছটি মাটি চাপা দেয়া হয়েছে।
জানা যায়, গত বছরের জুন থেকে এই নদী থেকে ৮টি বড় মরা মাছ ও ৩টি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। প্রায় প্রতিটি প্রাণির শরীরের আঘাতের চিহ্ন ছিল।