আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ সংগঠনের রাউজান উপজেলা জোন গতকাল শুক্রবার বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করেছে। উপজেলার মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে উরকিরচর বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান জোনের আহ্বায়ক মোহাম্মদ নুর নবী। প্রধান অতিথি ছিলেন লায়ন মুহাম্মদ এমরান। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব শাহাদাত হোসেন চৌধুরী, মুহাম্মদ তৈয়ব চৌধুরী, এস এম ইউছুপ, খ ম জামাল।
বক্তব্য রাখেন মোহাম্মদ সেকান্দর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফোরকান, মাওলানা আলী আজম, আবুল হাছান, মোহাম্মদ নাছের উদ্দিন ও মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ হালদা নদী থেকে সংগৃহীত ডিম থেকে উৎপাদিত ৩০ কেজি মাছের পোনা স্থানীয় চাষিদের কাছ থেকে কিনে নদীতে অবমুক্ত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।