হালদায় পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার নদীর মোহনায় ছায়ার চর নামক স্থান থেকে এসব জাল জব্দ করা হয়। সামনে নদীতে মাছের ডিম ছাড়ার সময় শুরু হবে। এ জন্য ইতিমধ্যে নদীর সাথে সংযুক্ত বিভিন্ন খাল ও ছড়া থেকে ডিম ছাড়ার জন্য মা মাছ আসতে শুরু করেছে। এক শ্রেণির লোভী মৎস্য শিকারী মাছের আগমন মৌসুমে নদীতে জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করার প্রচেষ্টা চালাচ্ছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহুল আমিন জানান, সন্ধ্যার দিকে নদীর অবস্থা পর্যবেক্ষণ করতে নদীতে যান তিনি। নদীর মোহনা ছায়ার চর নামক স্থান পৌঁছলে জলের নমুনা দেখতে পায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন। তিনি হালদা নদী ও নদীর জীব বৈচিত্র্য রক্ষার জন্য জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধওয়ারিশ সনদ নিতে অনলাইন মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধতিন পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত