হালদায় নৌকা ও জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:২৮ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার-ভাটার নদী এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত ৩টি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম সহ ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (৯ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর মোহনা) এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম জানান, হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর মোহনা) পর্যন্ত অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত ৩টি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম সহ ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। আটককৃত নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা রাশেদুল হাসান ও স্বেচ্ছাসেবী রোশনগীর আলম।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে পুড়ল ৩ ভাইয়ের বসতঘর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে গাড়ি চাপায় মাদ্রাসা ছাত্র আহত