হালদায় নারীর ভাসমান লাশ

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

হালদা নদীর পশ্চিম গুজরা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করা অজ্ঞাতনামা ওই নারীর আনুমানিক বয়স ৬০ বছর। স্থানীয়রা জানায়, লাশটি ভেসে এসে নদীতে বাঁশের খুঁটির সঙ্গে আটকে ছিল। স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

উদ্ধারকারী পশ্চিম গুজরা পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, ওই নারীর পরনে ছিলো মেক্সি। তাদের ধারণা তিনি নদী

পাড়ের বাসিন্দা, নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, একটি লাশ নদীতে ভাসছে সংবাদে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধঘর থেকে টেনে বের করে রোহিঙ্গা মাঝিকে খুন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তায় থাকবে সাড়ে সাত হাজার পুলিশ