প্রাকৃতিক মৎস্য প্রজজনন কেন্দ্র হালদা নদীর মাছুয়াগোনা ও মদুুনাঘাট সরকারি হ্যাচারি সংলগ্ন অংশে দ্বিতীয় ধাপে ২২০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালী বাউশ মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।
জানা যায়, ২০২৫–২৬ আর্থিক সালে রাজস্ব বাজেট ও হালদা প্রকল্পের অর্থায়নে ধাপে ধাপে হালদার রেণু থেকে উৎপাদিত ২শ ৫০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালী বাউশ পোনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, স্থানীয় জনপ্রতিনিধি, হালদাপাড়ের ডিম সংগ্রহকারীগণ ও স্থানীয় মৎস্যজীবীগণ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহেদ আরমান বলেন, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর কার্প জাতীয় মাছের মজুতের সাথে যুক্ত হবে এবং ভবিষ্যতে এই পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে। নদীতে প্রজননক্ষম মা মাছকে নিরাপত্তা দেওয়ার জন্য হালদা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরগুলোকে নিয়মিত অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর সত্তারঘাট সংলগ্ন হালদা নদীতে প্রথম ধাপে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।












