বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নদীর গড়দুয়ারা এলাকায় এসব পোনা অবমুক্ত করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, ২০১৯ সালের এপ্রিল মাসে নদীতে মাছের মজুদ বৃদ্ধির উদ্দেশ্যে ১ লাখ পোনা অবমুক্তকরণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এরপর করোনার কারণে ২০২০ সালে আর পোনা অবমুক্ত করা হয়নি। সে বছর মা মাছ ডিম ছাড়লে সেই ডিমের রেণু কিনে স্থানীয় গড়দুয়ারা ইউনিয়নের একটা পুকুরে তা বড় করা হয়, নাম দেয়া হয় মডেল পুকুর। সেখান থেকে ১০ হাজার পোনা অবমুক্ত করার পরিকল্পনা নিয়ে গতকাল পর্যন্ত ৩ দফায় প্রায় ৬ হাজার পোনা অবমুক্ত করা হয়। আরও ৪ হাজার পোনা অবমুক্ত করা হবে। পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদারসহ ডিম আহরণকারী, পোনা উৎপাদনকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।