হালদায় ডিম ছাড়েনি মা মাছ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১২ মে, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছাড়েনি মা মাছ। সংশ্লিষ্টরা জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে দুই ঘণ্টাব্যাপী বজ্রসহ প্রবল বর্ষণ ছিল। ফলে উপজেলার বিভিন্ন খাল ও ছড়ায় পাহাড়ি ঢলের প্রকোপ দেখা দেয়।
অপরদিকে প্রবল বর্ষণে জাল, নৌকা ও সরঞ্জাম নিয়ে নদীর পাড়ে অপেক্ষায় ছিল ডিম আহরণকারীরা। কিন্তু হালদা সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হলেও নদীর অগ্রভাগে পাহাড়ি এলাকায় তেমন বৃষ্টি হয়নি। এছাড়া এখনো পুরোপুরি শুরু হয়নি অমাবস্যার তিথি। তিথি ছাড়া মা মাছ ডিম ছাড়ে না। গত বছর মে মাসের ২২ তারিখ নদীতে ডিম ছেড়ে ছিল মা মাছ।
হালদা নদী গবেষক ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এখন ডিম ছাড়ার মৌসুম চলছে। কিন্তু ডিম ছাড়ার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। নদীতে ঢলের প্রকোপ না থাকায় মা মাছ ডিম ছাড়েনি বলে জানান তিনি। এবার ডিম আহরণের জন্য ৩শ নৌকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তত রাখা হয়েছে বলে জানিয়েছেন ড. মনজুরুল কিবরিয়া।

পূর্ববর্তী নিবন্ধঈদ উদযাপনের নামে মৃত্যুর কোলে ঝাঁপ দিবেন না : সুজন
পরবর্তী নিবন্ধদেশে মৃত্যু ছাড়াল ১২ হাজার