হালদায় জাল-বড়শি জব্দ, তিনজনকে জরিমানা

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

হালদা নদীতে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সাড়ে তিন হাজার মিটার ভাসা জাল এবং ২০টি বড়শি জব্দ করা হয়েছে। এ সময় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গত সোমবার হালদা নদীর কালুরঘাট ব্রিজ এলাকা মোহরা থেকে সর্তারঘাট পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন নৌ পুলিশের হালদা ফাঁড়ির অস্থায়ী ক্যাম্পের এএসআই মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বাধীন নৌ পুলিশ দল।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার ভাসা জাল ও ২০টি বড়শি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করে সতর্ক করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইউএনও বলেন, হালদা নদীর মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে বিশ্বমানের শহরে রূপান্তরের অঙ্গীকার সাঈদ আল নোমানের
পরবর্তী নিবন্ধ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের নির্বাচন