হালদায় জাল পাতার জন্য স্থাপিত বাঁশ ধ্বংস ও বড়শি উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৫:৫৮ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আজ রবিবার (১৩ মার্চ) নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।

নদীর মোহনার দক্ষিণ পাশে দীর্ঘ এলাকা জুড়ে ঘেরা জাল বসানোর জন্য স্থাপিত প্রায় ৭০/৮০টি বাঁশ কেটে ধ্বংস করা হয়েছে। তাছাড়া নদী থেকে মাছ শিকারের সময় ২৫টি বড়শি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে নদীতে কোনো জাল পাওয়া যায়নি।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত নৌ পুলিশের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে হালদা নদীর মোহনার দক্ষিণ পাশে দীর্ঘ এলাকা জুড়ে ঘেরা জালের জন্য স্থাপিত প্রায় ৭০-৮০টি বাঁশ কেটে ধ্বংস করা হয়।

তাছাড়া অভিযান পরিচালনার সময় বড়শি দিয়ে মাছ শিকারের সময় ২৫টি বড়শি উদ্ধারপূর্বক ধ্বংস করা হয়। তবে হালদা নদীতে ও মোহনায় কোনো ধরনের জাল‌ পাতানো অবস্থায় পাওয়া যায়নি।

হালদা নদীর মোহনায় চলমান ড্রেজিং কার্যক্রমের কারণে ভলগেটের মাধ্যমে বালু পরিবহন কোনোক্রমেই রাতের বেলায় চালানো যাবে না বলে সতর্ক করা হয়। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশের পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধহরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান সিপিবির
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের সমাবেশ