প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আজ শনিবার (১ অক্টোবর) বিকালে অভিযান পরিচালনা করা হয়েছে।
নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে হালদার মুখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর বিভিন্ন স্হান থেকে আড়াই হাজার মিটার অবৈধ জাল, পাঁচটি বড়শি উদ্ধার করা হয়।
জাল উদ্ধার করতে গিয়ে নদীর চান্দগাঁও অংশ থেকে জালে আটকা পড়া একটি বাচ্চা ইলিশ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ইলিশের বাচ্চাটি নদীতে অবমুক্ত করা হয়েছে।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি ও আইডিএফ-এর সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম রব্বানীর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি হালদা নদীতে অভিযানের কথা গণমাধ্যকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নদীর চান্দগাঁও অংশে উদ্ধারকৃত জালে আটকা পড়া একটি বাচ্চা ইলিশ পরে নদীতে অবমুক্ত করা হয়েছে।