হালদায় আবার ভেসে উঠল মরা ডলফিন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর সংযোগ খাল চানখালি খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার উদ্ধারকৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৭ ফুট এবং ওজন প্রায় ১২০ কেজি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিসার্চ ল্যাবরেটরি, হাটহাজারী উপজেলা প্রশাসন, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ এবং বন বিভাগ (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ) যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বয়স জনিত কারণে
এটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা কমিটির। পরবর্তী গবেষণা কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভের রিসার্চ ল্যাবরেটরি ডলফিনটির কিছু নমুনা সংরক্ষণ করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত হালদায় প্রায় ২৮টি ডলফিন মারা যায়। ৮ মাস পর ২৯তম ডলফিনের মৃতদেহ মিলল গতকাল।
ডলফিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নগদায়ন হয়নি ৫শ কোটি টাকার চেক
পরবর্তী নিবন্ধবিনা প্রয়োজনে বের হলেই ব্যবস্থা : জেলা প্রশাসক