হালদায় অভিযান ১৪শ মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

হালদা নদীতে গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪ শ মিটার ৮টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। অভিযান পরিচালনাকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওগত আলী জানান গত বুধবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টা পর্যন্ত রামদাস মুন্সিরহাট থেকে নাঙলমোড়া, আজিমারঘাট, উত্তর মেখল, ছিপাতলী হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৮ টি চরঘেরা জাল যার আনুমানিক দৈর্ঘ্য ১৪শ মিটার, মূল্য দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, আদিল উপস্থিত ছিলেন। হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কেটে মাটি পাচার, এস্কেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধ‘জাস্টিস ফর হাদি’ কেবল দাবি নয়, এটি বিচারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর