হালদা নদীতে নৌ পুলিশ ও রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। গত সোমবার দিবাগত রাতে অভিযানে সাড়ে ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীর রামদাস মুন্সিরহাট থেকে পেস্কারহাট পর্যন্ত এই অভিযানে জব্দকৃত জাল গুলো গতকাল মঙ্গলবার রামদাসমুন্সির হাটস্থ নৌ পুলিশের ক্যাম্প এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়। হালদা নদীর রামদাস মুন্সিরহাটস্হ নৌ পুলিশের অস্থায়ী ক্যাম্পের সহকারী উপ–পরিদর্শক মো. রমজান আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে রামদাস মুন্সির হাট থেকে পেস্কারহাট পর্যন্ত পরিচালিত অভিযানে সাড়ে ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। এ সময় রাউজান উপজেলার সিনিয়র মৎস্য তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌ পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন। হালদা নদীর জীব বৈচিত্র্য ও মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।











