এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৫শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন জানান, হালদায় ডিম ছাড়ার জো (তিথি) আসন্ন। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। তাই উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানও বাড়িয়েছে। কার্প জাতীয় মাছের বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর বিভিন্নস্থানে অভিযান চারিয়ে ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।












