হালদায় অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৪:৩৬ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দশ হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল পৌনে ৩টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ও বুড়িশ্চর ইউনিয়নের ছায়ারচর হালদার মুখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলাা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

এসময় গড়দুয়ারা ইউনিয়নে থেকে হালদা মুখ ও বুড়িশ্চর ইউনিয়নের ছায়ারচর হালদার মুখ এলাকা হতে মোট ১৫ টি অবৈধ ভাসা জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ১০ হাজার মিটার। জব্দকৃত জালে কোন মা মাছ আক্রান্ত হয়নি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, হালদা নদীর মা মাছ জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করে এ অভিযানে সহযোগিতা করেন আইডিএফ ও সেচ্ছাসেবব রোশাংগীর।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে গভীর রাতে আগুনে বসতঘর ও রিসোর্ট পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধপ্রকাশিত হলো শহীদের জলের ভেতর