হালদায় অভিযানআট হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৩১ পূর্বাহ্ণ

হালদা নদীতে গত বুধবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করে আট হাজার মিটার অবৈধ জাল জব্দ করে। অভিযান পরিচালনাকারী নৌ পুলিশ হাটহাজারী ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, বুধবার তিনি সংগীয় ফোর্স নিয়ে হালদা নদীতে অভিযান পরিচালনা করেন।
নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করে দাবিদার বিহীন এক হাজার মিটার করে আটটি ঘেরা জাল জব্দ করেন। যার দৈর্ঘ্য আট হাজার মিটার। তিনি নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও জীব বৈচিত্র্য রক্ষার অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধমানব পাচার প্রতিবেদন ‘দেশকে শাস্তি দিতে নয়’: মার্কিন দূতাবাস
পরবর্তী নিবন্ধসিন্ডিকেট ঠেকাতে চাল আমদানির অনুমতি