হালদায় অবৈধ ৩ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ অক্টোবর, ২০২১ at ৯:৩৬ অপরাহ্ণ

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে।

গতকাল বৃহস্পতিবার ভোর রাতে নদীর কালুরঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।

হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা ও মিঠা পানির ডলফিন রক্ষার জন্য প্রতিনিয়ত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নৌ পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনার কথা নিশ্চিত করে ভবিষ্যতে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক লাইভে গিয়ে কিশোরীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধটেকনাফে পাহাড় থেকে অপহৃত রোহিঙ্গা উদ্ধার