হালদার জোয়ারে ভেসে আসলো নারীর লাশ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৮:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে হালদা নদীর পাশের একটি বিল থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাশেম নগর গ্রামের হালদা নদী সংলগ্ন একটি বিলে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ বলেন, হালদা নদীর ভাটার পর এক নারীর লাশ পাওয়া গেছে। আমার ধারণা হালদা নদীর জোয়ারের পানিতে ভেসে ওই নারীর লাশ বিলে উঠেছিল। জোয়ারের পানি নেমে যাওয়ার পর লাশটি দেখা যাচ্ছে।

ঘটনাস্থলে রাউজান থানার ওসিসহ একদল পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করছেন বলেও জানিয়েছেন তিনি। ওই নারীর আনুমানিক বয়স ৬০-৬৫। পরনে কালো বোরকা ছিল। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, উদ্ধার করতে যাওয়া পুলিশ সদস্যরা এখনো থানায় আসেনি। তাই এখন বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত বাজেট গণবিরোধী : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধরিকশা চালক বেশে ছিনতাই, লুট করার পর পালান অন্য জেলায়