হালদার চরে জাপানি মুলার বাম্পার ফলন

মাঘ মাসের ওরশ ও মেলার জন্য অপেক্ষা

জিপন উদ্দীন, ফটিকছড়ি | শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির মাইজভাণ্ডারে ১০ মাঘ প্রতি বছরের ন্যায় এবারও বসবে মাঘের মেলা। হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর বার্ষিক ওরশ উপলক্ষে বসে এ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তআশেকানরা বিভিন্ন নিয়ত আর বিশেষ করে বাবার দেশের মুলা হিসেবে কিনে নিয়ে যান এ বিশাল আকৃতির জাপানি মুলা। এখানকার কৃষকদের দাবি বাংলাদেশের সবচেয়ে বড় মুলা উৎপাদন হয় ফটিকছড়িতে।

প্রবাস থেকে ফেরা নাসির মোহাম্মদ ঘাটের কৃষক (যুবক) মো. সোহেল উদ্দিন বলেন, ছোট থেকেই পরিবারের সাথে চাষাবাদের কাজে জড়িত ছিলাম। একপর্যায়ে পাড়ি জমাই প্রবাসে। সেখানে গিয়ে বুঝতে পারি প্রবাস থেকে দেশে কৃষিকাজ করেই ভাল ছিল সে। তাই প্রবাস জীবন থেকে এসে নাসির মোহাম্মদ ঘাটের পাশে হালদার পাড়ে শুরু করেন জাপানি মুলা, লাল আলুসহ বিভিন্ন মৌসুমী জাতের সবজির চাষ। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া জাপানি মুলার বাম্পার ফলন পেয়েছে সে। প্রবাস থেকে ফিরে ৩ বছর ধরে এ জাপানি মুলা মাঘের মেলায় বিক্রি করে সফলতার মুখ দেখেছে সোহেল। মুলা ছাড়াও সোহেলের খেতে লাল আলু, কলা, মরিচ, আখ, মিষ্টি কুমড়ার ভাল ফলন হয়েছে। যা বাণিজ্যিকভাবে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে বিক্রি হয়। ২০২৩ সালে মুলা চাষে ১লাখ টাকা খরচ করে সাড়ে ৩ লাখ টাকার মুলা বিক্রি করে। এবছরও তার চেয়ে বেশি মুনাফা পাওয়ার আশায় আছেন সোহেল।

গত ১১জানুয়ারি সকালে নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে নাসির মোহাম্মদ ঘাটে গিয়ে দেখা যায়, হালদার চরে বিস্তীর্ণ জায়গা জুড়ে শীতকালীন শাকসবজির চাষ। এর মধ্যে উল্লেখযোগ্য জাপানি মুলা এবং লাল আলু। প্রায় ১৫জন কৃষক এ মুলা চাষে আছেন। কৃষকদের দেওয়া তথ্যমতে, এ জাপানি মুলা ১০১২ কেজি পর্যন্ত হয়ে থাকে। একেকটি মুলার দাম ৭০৩০০টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বড় মুলার চাহিদা বেশি। বিভিন্ন ধরনের পোকার আক্রমণ এবং আবহাওয়ার কারণে অনেক সময় তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, অন্যান্য এলাকার চাইতে হালদার চড়ের মাটির গুণাগুণ ও বিশেষত্ব অনেক বেশি। নদীর পলি মাটির উর্বরতা ও হাইব্রিড জাতের বৈশিষ্ট্যের কারণে মুলার আকৃতি বড় হয়। ফটিকছড়িতে এবার ৪৯০ হেক্টর জমিতে মুলা চাষ হয়েছে। আমাদের কৃষি অফিসাররা নিয়মিত কৃষকের মাঠ পরিদর্শন করছেন।

পূর্ববর্তী নিবন্ধবড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে কাপ্তাই লেকে ডুবে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার