হাটহাজারীতে হালদায় মাছ শিকারে বাধা দেয়ায় মো. শওকত হোসেন (৪৬), মো. মোজাম্মেল (৩৮), মো.সালাউদ্দিন ও মোহাম্মদ ফারুক (৪০) নামের চার ব্যক্তির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে বিবাদী করে মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) রাতে হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগের রাত শুক্রবারে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- মো. জাবেদ (৩২), মো. জানে আলম (৬০), মো. রাশেদ (৪০) সহ অজ্ঞাত নামা ১০/১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন শুক্রবার সন্ধ্যার দিকে হালদা নদীর নাঙ্গলমোড়া অংশে ১নং বিবাদী অবৈধভাবে হালদা খাল থেকে মাছ ধরার সময় বাদী ওই এলাকার কারী সাহেবের বাড়ির মৃত আব্দুল গফুরের পুত্র শওকত হোসেন বাধা দিলে অভিযুক্ত জাবেদসহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পাশ্ববর্তী লোকজনদের অশ্লীল ভাষায় গালি-গালাজ শুরু করে।
এ সময় বাদী এ ঘটনার প্রতিবাদ করলে ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীগণ এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ঐদিন শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নস্থ চাইলদাতলী এলাকার আব্দুল হামিদের বাড়ির সামনে হালদা খালের পাড়ে লাঠিসোটা, গাছের বাটাম, লোহার বড নিয়ে বাদী শওকত হোসেনসহ তার পাশ্ববর্তী লোকজনদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় ভিকটিম শওকত হোসেন রক্তাক্ত জখম হয়। এসময় তারা ভিকটিমের চাচাতো ভাই মো: মোজাম্মেল (৩৮), ও মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ ফারুকের (৪০) উপরও অতর্কিত হামলা চালানো হয়।
হামলার সময় ৩নং বিবাদী রাশেদের হাতে থাকা টর্চ লাইট দিয়ে বাদীর চাচাত ভাই মো. মোজাম্মেলকে আঘাত করে তার চোখের পাশে মারাত্মক রক্তাক্ত জখম হয় এবং ১নং বিবাদী জাবেদ লোহার রড দিয়ে বাদীর চাচাতো ভাই মোহাম্মদ ফারুককে হত্যার উদ্দেশ্যে বারি মারলে তা মাথার একপাশে লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়।
বিবাদীগণসহ অজ্ঞাতনামা বিবাদীগণ রাতের অন্ধকারে তাদের উপর অতর্কিত হামলা করে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বাদীর দশ হাজার টাকা মূল্যের স্মার্ট ফোনটি কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম শওকত হোসেন বাদী হয়ে পনেরজনকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ করেছেন। অপরদিকে একইদিন বিবাদী জাবেদের মা বাদী হয়েও মডেল থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগকারী ভিকটিম শওকত হোসেন জানান, বিবাদী মো. জাবেদ আওয়ামীপন্থী সন্ত্রাসী। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল শনিবার রাত নয়টার দিকে দৈনিক আজাদী জানান, উভয় পক্ষের হাতাহাতিতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। শওকত হোসেন যাকে বিবাদী করেছেন সেই জাবেদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাবেদের মা ও বাদী হয়ে মো.শওকত হোসেন, মো. মোজাম্মেল ও মো.সালাউদ্দিন মোহাম্মদ ফারুক কে বিবাদী করে থানায় অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান তিনি।