হাটহাজারীতে হালদায় মাছ শিকারে বাধা দেয়ায় মো. শওকত হোসেন (৪৬), মো. মোজাম্মেল (৩৮), ও মো. সালাউদ্দিন, মোহাম্মদ ফারুক (৪০) নামের চার ব্যক্তির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার রাতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান অভিযোগ দায়েরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মো. জাবেদ (৩২), মো. জানে আলম (৬০), মো. রাশেদ (৪০) সহ অজ্ঞাত ১০/১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে হালদা নদীর নাঙ্গলমোড়া অংশে ১নং বিবাদী অবৈধভাবে হালদা খাল থেকে মাছ ধরার সময় বাদী ওই এলাকার কারী সাহেবের বাড়ির মৃত আব্দুল গফুরের পুত্র শওকত হোসেন বাধা দিলে অভিযুক্ত জাবেদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পার্শ্ববর্তী লোকজনদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় বাদী এ ঘটনার প্রতিবাদ করলে ১নং বিবাদীসহ অজ্ঞাত অন্যরা রাত আনুমানিক নয়টার দিকে নাঙ্গলমোড়া ইউনিয়নের চাইলদাতলী এলাকার আব্দুল হামিদের বাড়ির সামনে হালদা খালের পাড়ে লাঠিসোটা, গাছের বাটাম, লোহার রড নিয়ে বাদী শওকত হোসেনসহ তার চাচাতো ভাই মো. মোজাম্মেল, মো. সালাউদ্দিন, মোহাম্মদ ফারুকের ওপরও অতর্কিত হামলা চালায়। এতে সবাই গুরুতর আহত হন। তাদের মোবাইল ফোনও কেড়ে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বিবাদী জাবেদের মা বাদী হয়ে গতকাল রাতে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক নাজমুল জানান, হাতাহাতিতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। শওকত হোসেন যাকে বিবাদী করেছেন সেই জাবেদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাবেদের মা বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান তিনি।