হালদা নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে যাওয়ার আজমির নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার হালদা নদীর আজিমের ঘাট এলাকায় তার লাশ পাওয়া যায়।
হাটহাজারীর মৎস্যজীবী কামাল সওদাগর জানান, গত মঙ্গলবার সকালের দিকে হাটহাজারীর পূর্ব গড়দুয়ারা গ্রামের ৭ নং ওয়াডের মিন্না বাপের বাড়ির ইলিয়াসের পুত্র মো. আজমির (২২) হালদা নদীর সিপাহির ঘাটে মাছ ধরতে নেমেছিলেন। তিনি এ সময় পানির স্রোতে তলিয়ে যান। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে কোনো সন্ধান না পেয়ে ওই দিন সন্ধ্যায় ফিরে যায়।
গতকাল বুধবার সকালে হালদা নদীর রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনা স্বীকার করছেন আজিমের ঘাটের মৎস্যজীবী রোসাঙ্গীর আলম।