হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মরা কাতলা মাছ

হাটহাজারী প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৪:৫৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে গতকাল বুধবার একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ১০ কেজি ওজনের মাছটি রাউজান অংশের উরকিরচর এলাকার বাকর আলী চৌধুরী ঘাট থেকে উদ্ধার করা হয়।

হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম জানান, ১০ কেজি ওজনের কাতলা মাছটি উরকিরচর বাকর আলী চৌধুরী ঘাট থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মাছটি থেকে পচা গন্ধ বের হচ্ছিল। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে মাছটির। পরিবেশ দূষণ থেকে রক্ষার জন্য মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে। নদী দূষণের কারণে মাছটি মারা যেতে পারে বলে ধারণা তার।

পূর্ববর্তী নিবন্ধদুদিন বন্ধ থাকার পর রাখাইনে ফের বিস্ফোরণের শব্দ
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে বাইক ঢুকে পড়ল বাসের নিচে, আহত ২