হালদায় নিষিদ্ধ জালসহ আটক ২, জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির জাফতনগরে হালদার শাখা নদী তেলপাড়ই খাল থেকে নিষিদ্ধ গাড়া জাল ব্যবহার করে মাছের পোনা আহরণ করার অপরাধে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাবিবুর রহমান ও নুরুল আবছার।

গত ২৩ জুন রাতে ফতেহপুর গ্রামের হালদা নদীর শাখা নদী তেলপাড়ই খালে এ মোবাইল কোর্ট পরিচালনা করে ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

জানা যায়, মোবাইল কোর্টে সরকারি আদেশ অমান্য করে হালদার শাখা নদী তেলপাড়ই খাল থেকে নিষিদ্ধ গাড়া জাল ব্যবহার করে প্রজনন মৌসুমে মাছ ও মাছের পোনা আহরণ করার অপরাধে হাবিবুর রহমান এবং নুরুল আবছার নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১৮৫ মিটার নিষিদ্ধ গাড়া জাল জব্দ করা হয়। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে তাদেরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসার, জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি থানার পুলিশ এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের হাত ধরে এসেছে দেশের সকল অর্জন
পরবর্তী নিবন্ধমাদক মামলার আসামিদের সাজা বহালে ব্যবস্থা নিতে হবে