হালদায় আবারো ডলফিনের মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় দেড় বছর পর আরো একটি ডলফিন মৃত্যু হয়েছে। ডলফিনটি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন বলে শনাক্ত করেছে হালদা বিশেষজ্ঞরা। গতকাল মঙ্গলবার নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকায় মৃত ডলফিনটি পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েক বছরে হালদায় এ পর্যন্ত ৪১টি ডলফিনের মৃত্যু হয়েছে। গতকাল উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ছিল ৭ ফুট, ওজন প্রায় ৯৯ কেজি। এর আগে সর্বশেষ ডলফিনটির মৃত্যু হয়েছিল ২০২২ সালের ৩ নভেম্বর। হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা নদীর জলজপ্রাণী রক্ষায় সংশ্লিষ্টরা বরাবরেই উদাসিন ছিল। একারণে আমরা আমাদের হালদার জীব বৈচিত্র্য রক্ষা করতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধচাকরিচ্যুত কর্মচারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে ব্যবসায় মন্দাভাব