হালদায় অভিযান দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

হালদা নদীতে গতকাল বুধবার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। ভোর ৩টা থেকে ৫টা পর্যন্ত গড়দুয়ারা ইউনিয়নের রাউজান সীমান্ত পর্যন্ত পরিচালিত অভিযানে ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

নদীতে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান জানান, বুধবার গড়দুয়ারা ইউনিয়ন থেকে রাউজান সীমান্ত পর্যন্ত পরিচালিত অভিযানে ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নদীর মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্ক্র্যাপ ব্যবসার দখল নিয়ে প্রতিপক্ষের হামলা আহত ২
পরবর্তী নিবন্ধপেকুয়ায় হাতির পায়ে পিষ্ট বাকপ্রতিবন্ধী কাঠুরে