হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

নগরীর নাসিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে ৯ জানুয়ারি চট্টগ্রাম হালকা মোটরযান চালকশ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সংগঠনের বর্তমান সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মোঃ একরামুল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিষ্টার ফয়সাল দস্তগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহআলম ফিরোজী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহআলম হাওলাদার, পরিবহন শ্রমিক নেতা মোঃ ইয়াছিন মিয়াজি।

উপস্থিত ছিলেন, সভাপতি হাজী মোহাম্মদ আবু ফয়েজ, কার্যকরী সভাপতি মোঃ কাজল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃ শামসুল ইসলাম আরজু, সহ সভাপতি মোঃ মাইনুদ্দীন তাপস, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন, সহসাধারণ সম্পাদক মোঃ সোলায়মান সুমন, সহসাধারণ সম্পাদক মোঃ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শ্রম ও আপ্যায়ন সম্পাদক মোঃ আব্দুস সালাম, মোঃ মনির হোসেন, মোঃ শফি, নির্বাচন কমিশনার কে এম শহীদুল্লাহ্‌, রিদওয়ানুর রহমান খান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দেলোয়ার হোসেন, এ কে এম ফললুল হক, মোঃ হারনুর রশিদ, এম হাকিম, মোঃ কাউছারসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ সেরা শিল্পীদের অংশগ্রহণে এক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, এদেশের অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে এই পরিবহন শ্রমিকরা, তাদের পিছিয়ে রেখে দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাদের আইনগত অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সভায় আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হাজ্বী মোঃ আবু ফয়েজ, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধলই গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া মাদরাসার সালানা জলসা
পরবর্তী নিবন্ধমধুসূদন দত্তের শর্মিষ্ঠা