হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ কাজল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সহসভাপতি মাইনুদ্দিন তাপস, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, শ্রম ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য মোঃ সোহাগ। সভায় বক্তারা বলেন, এই সংগঠন শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে। সংগঠনে নির্বাচন ছাড়া বিকল্প কোন কিছুই সম্ভব নয়। আগামী ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে সকল সদস্য ভাইদেরকে সদস্য পদ হালনাগাদ করার আহবান জানান। সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৫ ডিসেম্বর শুক্রবার সাধারণ সভা অনুষ্ঠিত হবে ও ৩০ শে নভেম্বর পর্যন্ত সদস্য ভোটার হালনাগাদ চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি নির্ভর জীবিকা : কাপ্তাইয়ের নারীদের বুনো সবজির বাজার
পরবর্তী নিবন্ধযুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ