চট্টগ্রাম হালকা মোটরযান চালক–শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রম আইন–২০০৬, সড়ক পরিবহন আইন–২০১৮ অনুযায়ী নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদান, ঈদুল ফিতর এর পূর্বে বেতন বোনাস প্রদান, বেআইনি চাকরিচ্যুতি বন্ধ, সড়ক পরিবহন আইন–২০১৮ এর ১০৫ ধারা বাতিল, রিকুইজিশন বানিজ্য বন্ধ, লাইসেন্স নবায়নে ফিল্ড পরিক্ষা বাতিল, জাতীয় মজুরি বোর্ড গঠন করে নুন্যতম মজুরি ঘোষণা করার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব এর সামনে এক মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিলস’র সদস্য রবিউল হক শিমুল। উপস্থিত ছিলেন রেজানুর রহমান খান, মো. ইয়াছিন আরাফাত, মো. শাহ আলম ফিরোজী, মো. শামসুল ইসলাম আরজু, মো. জসীম উদ্দীন, মো. কাজল ইসলাম, আলমগীর হোসেন, মাঈন উদ্দিন তাপস, মো. সোহেল মাহমুদ, মো. সাইফুল ইসলাম শাহীন, মো. আলমগীর, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, বজলুর রহমান, মো. জাকির হোসেন, মো. ইমাম হোসেন, রাসেল হাওলাদার, মো. সোহাগ, মিজানুর রহমান, আলি বাচ্ছু, চান্দগাওঁ সালাউদ্দীন, লিটন, জাকির, নুরুল আলম প্রমুখ।সভায় বক্তারা বলেন, ২০ রমজানের মধ্যে সকল শ্রেণী পেশার শ্রমিকদের বেতন বোনাস না পায় তবে যে কোন উদ্বুদ্ধ পরিস্থিতির জন্যে আপনারা দায়ী থাকবেন। আমরা খেটে খাওয়া মানুষ উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চাইনা। বেতন বোনাস পেলে আমরা আমাদের মত ঈদ উদযাপন করব। অন্যথায় ঈদের পরে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস বিজ্ঞপ্তি।