নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে হার দিয়ে শুরু করা বাংলাদেশ নারী দল হার দিয়েই শেষ করল। যদিও মাঝখানে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল টাইগার নারীরা। তবে বাংলাদেশের বিশ্বকাপের শেষটা সুখকর হয়নি। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডদের মাত্র ২৩৪ রানে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে বাংলাদেশের ব্যাটাররা শেষ পর্যন্ত মাত্র ১৩৪ রানে থামে। প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২৬ রানে ২ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২৩৪ রানের পুঁজি পায় ইংলিশরা। ৪৬ রানে ২ উইকেট পাওয়া সালমা বাংলাদেশের সফলতম বোলার।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি ১৮ ওভার টিকলেও রান তুলেছিল মাত্র ৪২। ৫০ বলে ২৩ রান করে শারমিন আখতার ফিরেছেন। ৯ বল পরই তার সঙ্গী শামিমা সুলতানা ফেরেন ২৩ রান করে। এরপর অধিনায়ক নিগার সুলতানা ২২ রান এবং লতা মন্ডল ৩০ রান করে দলের শতরান পার করলেও জয়ের পথে এগুতে পারেনি। শেষ পর্যন্ত ১৩৪ রানে থামে বাংলাদেশ।