জয় দিয়ে শুরু করা হলোনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বলা যায় নিজেদের প্রথম ম্যাচে একরকম উড়ে গেছে চট্টগ্রামের দলটি। নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া চট্টগ্রাম পারেনি বড় কোন স্কোর গড়তে। ফলে হতাশার হার দিয়ে বিপিএল শুরু করতে হয় চট্টগ্রামকে।
এমনিতেই বিপিএলের মিরপুর পর্ব মানে মন্থর উইকেট আর কম রানের খেলা। নতুন আসরের প্রথম ইনিংসেও দেখা গেল সেই চেনা চিত্র। ধীরগতির ও অসম বাউন্সের উইকেটে দুর্দান্ত বোলিং উপহার দিলেন রেজাউর রহমান রাজা ও মোহাম্মদ আমির। সঙ্গে যোগ হলো চট্টগ্রামের ব্যাটসম্যানদের বাজে প্রদর্শনী। সব মিলিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আটকে গেল অল্পতেই। আর তাতেই বড় জয় দিয়ে বিপিএল শুরু করল নতুন দল সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল শুক্রবার নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম তুলতে সক্ষম হয় মাত্র ৮৯ রান। আর সে রান তাড়া করতে নেমে সিলেট জিতে যায় ৪৫ বল এবং ৮ উইকেট হাতে রেখেই।
সিলেটের ছেলে রেজাউর রহমান রাজা সিলেটের ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথমবার খেলতে নেমে ৪ উইকেট নেন ১৪ রানে। ২১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেটের স্বাদ পেলেন এই পেসার। সেটিও নিজের আগের আসরের দলের বিপক্ষে। সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ২ উইকেট নেন ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে।