হার দিয়ে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবলের বাছাই শুরু

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই শুরু করেছে বাংলাদেশ। স্পট কিক ফেরানোর পরই ভুল করে বসেন পাপ্পু হোসেন। তাতে বাংলাদেশ গোল হজম করে। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে বাছাইয়ের ‘ডি’ গ্রুপে বুধবার কুয়েতের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে দল। সপ্তদশ মিনিটে ফ্রি কিক আটকাতে অনেক লাফিয়ে ওঠা টুটুল হোসেন বাদশার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ইদ আল রাশিদির দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক পাপ্পু হোসেন। কিন্তু একটু পরই গোল হজম করে বসে বাংলাদেশ। কুয়েতের ফরোয়ার্ড নিখুঁত চিপে পাপ্পুর মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে চট্টগ্রামের রৌপ্য ও তাম্র পদক লাভ
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপ আজকের খেলা