টি–টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হলোনা বাংলাদেশের নারীদের। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। রোববার রাতে কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় লংকান নারীরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৬ রান। সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মোস্তারি। ইনিংসের শুরুতেই রানআউট হয়ে ফিরেন ওপেনার মুর্শিদা খাতুন। রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর শামিমা সুলতানা এবং সোবহানা মোস্তারি গড়েন ২৮ রানের জুটি। শামিমা সুলতানা ১৩ বলে ২০ রান করেন।
৩২ বলে ২৯ রান করেন সোবহানা মোস্তারি। নিগার সুলতানা ৩৪ বলে করেন ২৮ রান। লতা মন্ডল আউট হন ১১ রান করে। এরপরের ব্যাটাররা আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে ওসাদি রানাসিংহে ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া চামারি আতাপাত্তু নেন ২ উইকেট ।












