হার দিয়ে এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

হার দিয়ে এশিয়া কাপ হকি শুরু করল বাংলাদেশ দল। গতকাল ভারতের রাজগীরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুল ‘বি’ তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে বাংলাদেশকে গোল এনে দেন আশরাফুল ইসলাম। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। তবে ১০ গোলে এগিয়ে থাকার লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৫ মিনিটে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশ্রান হামসানি। ম্যাচের ৩৬ মিনিটে ফিল্ড গোলে মালয়েশিয়াকে প্রথমবারের মত এগিয়ে দেন আখিমুল্লাহ আনোয়ার। ২১ গোলে লিড নেয় মালয়েশিয়া। পিছিয়ে পড়ায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারে যথাক্রমে ৪৮ এবং ৫৪ মিনিটে আরও দুই গোল করে মালয়েশিয়ার জয় নিশ্চিত করেন মুহাজির রউফ ও সায়েদ ছোলান। ৪১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া। আজ দুপুর দেড়টায় একই ভেন্যুতে চাইনিজ তাইপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধআফগান-পাকিস্তান সিরিজে ভক্তদের শান্ত থাকার আহ্বান রশিদের
পরবর্তী নিবন্ধজিয়া ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত