এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব আরেকটি হার দিয়ে শেষ করল বাংলাদেশ। উজবেকিস্তানে মঙ্গলবার ৩-০ গোলে হারে বাংলাদেশ সৌদি আরবের বিপক্ষে। কুয়েতের কাছে ১-০ গোলে হেরে ‘ডি’ গ্রুপের বাছাই শুরু করা দল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে বিধ্বস্ত হয় ৬-০ গোলে। ঢাকা ছাড়ার আগে সেরা চার গ্রুপ রানার্স আপ হয়ে মূল পর্বে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ মারুফুল। কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন পড়েনি একটুও। জয়, ড্র তো দূর থাক, তিন ম্যাচ খেলে বাংলাদেশ প্রতিপক্ষের জালে কোনো গোলই পায়নি!