হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স

নজরুল ইসলাম, আবুধাবি থেকে | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

বেশ ভাল দল গড়েও কাঙ্ক্ষিত ফল পেল না বাংলা টাইগার্স। অথচ কিছুদিন আগে জিম্বাবুয়ে থেকে জিমআফ্রো ট্রফি জিতে ইতিহাস সৃস্টি করেছিল বাংলাদেশের দলটি। কিন্তু তারকা সমৃদ্ধ দল গড়েও ব্যর্থ হলো আবুধাবি টিটেন লিগে। সাকিব, রশিদ খান, ইফতেখার, লিভিংস্টোনদের মত তারকা নিয়েও প্লেঅফ খেলতে পারলো না বাংলা টাইগার্স। গতকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউপি নবাবের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। এই ম্যাচেও ব্যাটে বলে ব্যর্থ হয়েছে সাকিবের দল। এই হারের ফলে ৭ ম্যাচে দুই জয় আর ৫ হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান সাকিবদের। অপরদিক ৭ ম্যাচে ৪ জয়ে তৃতীয় স্থানে ইউপি নবাব।

গতকাল আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান তুলেছিল বাংলা টাইগার্সের দুই ওপেনার জাজাই এবং শাহজাদ। কিন্তু বল খরচ করে ৩১ টি। সে চাপ থেকে আর বের হতে পারেনি টাইগারর্স। জাজাই ফিরেন ২৩ বলে ২৪ রান করে। দুই বল মোকাবেলা করে কোন রান না করেই ফিরেন লিভিংস্টোন। একই ওভারে দুই বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ফিরেন সানাকা। এক ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলা টাইগার্সকে আর টেনে তুলতে পারেনি পরের ব্যাটাররা। যদিও শাহজাদ এবং ইফতেখার মিলে ৪২ রান যোগ করেছিলেন কিন্তু তা স্বত্তেও শতরান পার করতে পারেনি টাইগার্স। থেমেছে ৮৭ রানে। শাহজাদ করেন ১৭ বলে ২৩ রান। ইফতেখারের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৭ রান। ইউপি নবাবের পক্ষে ৯ রানে ৩ উইকেট নেন টাইমাল মিলস। ৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজকে হারায় নবাব। তবে অভিষেক ফার্নান্ডো এবং আন্দ্রে ফ্লেচারের ঝড়ে জয়ের কিনারায় চলে যায় নবাব। দুজন ফিরেন যথাক্রমে ১৬ বলে ৩৬ এবং ১৮ বলে ২৭ রান করে। এরপর ৫ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দেন নাজিবুল্লাহ জাদরান। বাংলা টাইগার্সের পক্ষে একটি করে উইকেট নেন জস লিটল, লিভিংস্টোন এবং হাফিজ আল আমাস।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার সঙ্গে ড্র করলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে শাহ মুন্দার আউলিয়া শর্ট বাউন্ডারি ফুটবল টুর্নামেন্ট শুরু